Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৯নং গোবিন্দপুর (উঃ)

 

নদী মাতৃক দেশ বাংলাদেশ। এ দেশে রয়েছে হাজারো নদী তেমনি দুই প্রধান নদী পদ্না-মেঘনা মোহনার মিলন কেন্দ্রে শত বছর ধরে গড়ে উঠেছে রূপালি ইলিশের চাঁদপুর। আর এই চাঁদপুর জেলা অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলা। যার বুক ছিড়ে বহমান ডাকাতিয়া নদী। এই নদীর পাড়ে ১৯৬১ইং সালে ফরিদগঞ্জ উপজেলার আওতাধীন ৯নং গোবিন্দপুর (উঃ) ইউনিয় পরিষদের জন্ম।

                                         ইউনিয়নের বিবরণ

                                                                                                                                    
ইউনিয়নের নাম ৯নং গোবিন্দপুর (উঃ) ইউনিয়ন পরিষদ
আয়তন ৬.৫  (বর্গ কিঃ মিঃ)
লোক সংখ্যা মোট ৩৫,৭১৯জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
গ্রামের সংখ্যা ৮ টি
মৌজার সংখ্যা ৪ টি
হাট/বাজার সংখ্যা ২ টি
মোট পরিবার ৩,৫৭৫ টি
একক পরিবার ৩,৩০৯ টি
য়ৌথ পরিবার ২৬৬ টি
শিক্ষার হার ৬৫% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
ভূমি ৩৬১০.৭৪ একর
কৃষি ৩৪৮২.৭৪ একর (প্রায়)
অকৃষি ১২৭.৭২ একর (প্রায়)
রাস্তা ৪০.০০ কিলোমিটার
কাচাঁ রাস্তা ২৭.০০ কিলোমিটার
পাকা রাস্তা ১৩.০০ কিলোমিটার
উপজেলা সদর হতে যোগাযোগ মাধ্যম সিএন.জি/ অট্টোরিক্সা, বাস ইত্যাদি
প্রাথমিক বিদ্যালয় মোট ১২ টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৮টি
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ০৪টি
মাধ্যমিক বিদ্যালয় ০৩ টি
মহা বিদ্যালয় ০১ টি
মাদ্রসা ০৭ টি
মক্তব ০৯ টি
মসজিদ ৪৫ টি
মন্দির ০৯ টি
ইউনিয়ন ভূমি অফিস ০১টি
ডাকঘর ০২টি
কমিউনিটি হাসপাতাল ০১টি
কমিউনিটি ক্নিনিক ০৩টি
কৃষি অফিস ০১ টি
এন জি ও অফিস ১১টি
   

                                       

                         নব গঠিত পরিষদের বিবরণ –

দায়িত্বরত চেয়ারম্যান  মোঃ কায়েম পারভেজ
ইউপি ভবন স্থাপন কাল সংস্কার ২০০৬ ইং সাল
শপথ গ্রহনের তারিখ  
প্রথম সভার তারিখ ১৪/০৭/২০১১ ইং
মেয়াদ উর্ত্তীনের তারিথ        /০৭/২০১৬ ইং

                                 

                                  গ্রাম সমূহের নাম –

ক) শোভান খ) প্রত্যাশী
গ) দিঘলদী ঘ) ধানুয়া
ঙ) চাঁদপুর চ) হরিনা
ছ) চির্কা জ) চরমথুরা

                                      

                           ইউনিয়ন পরিষদ জনবল –

নির্বাচিত পরিষদ সদস্য ১৩ জন
ইউনিয়ন পরিষদ সচিব ০১ জন
ইউনিয়ন গ্রাম পুলিশ ০৯ জন
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিচালক ০২ জন