নদী মাতৃক দেশ বাংলাদেশ। এ দেশে রয়েছে হাজারো নদী তেমনি দুই প্রধান নদী পদ্না-মেঘনা মোহনার মিলন কেন্দ্রে শত বছর ধরে গড়ে উঠেছে রূপালি ইলিশের চাঁদপুর। আর এই চাঁদপুর জেলা অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলা। যার বুক ছিড়ে বহমান ডাকাতিয়া নদী। এই নদীর পাড়ে ১৯৬১ইং সালে ফরিদগঞ্জ উপজেলার আওতাধীন ৯নং গোবিন্দপুর (উঃ) ইউনিয় পরিষদের জন্ম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস