Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জাতীয় পরিচয় পত্র (আইডি কার্ড)এর তথ্য সংশোধন প্রসঙ্গে।
Details

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক চিঠি যার স্মারক নং ১৭.০০.০০০.০৬২.৫২.০৪.১৭.৭৪নং এর আলোকে  অত্র ইউনিয়নের সর্ব সাধনের অবগতির জন্য জানানো যাইতেছে যে অতি সত্বর অত্র উপজেলায় স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সর্বাধিক প্রযুক্তির নিভুল স্মাট জাতীয় পরিচয় পত্র পাওয়ার লক্ষ্যে আপনার জাতীয় পরিচয় পত্র বর্নিত তথ্য সঠিক কিনা দেখে নিন। কোন তথ্যের সংশোধনের পক্ষে যথোপযুক্ত দলিলাদি বা প্রমানাদিসহ নির্ধারিত ফরমে উপজেলঅ নির্বাচন অফিসারের কার্যালয় ফরিদগঞ্জ চাঁদপুর এ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Image
Publish Date
21/11/2017
Archieve Date
30/05/2018